শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৯ অক্টোবর ২০২৫, ৮:২৭ অপরাহ্ন
শেয়ার

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম


Nahid-Islam

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত না হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুরের পর্যটন মেট্রোর হলরুমে দলীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তাঁর অভিযোগ, পতিত রাজনৈতিক শক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত। কোনো দল যদি জাতীয় ঐক্য ভেঙে এককভাবে ক্ষমতা দখলের চেষ্টা করে, তবে জনগণের সমর্থন হারাবে এবং সংসদ টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ দলীয় কোনো নথি নয়- এটি জনগণের মুক্তির দলিল। গণতন্ত্রের পূর্ণতা অর্জনের জন্য এর বাস্তবায়ন জরুরি। তিনি জানান, ঐকমত্য কমিশন সংশোধিত সংবিধানে জুলাই সনদের প্রস্তাবগুলো অন্তর্ভুক্তির সুপারিশ করছে। এসব বিষয়ে গণভোটের আয়োজন করে জনগণের মতামত নেওয়ার দাবি জানান তিনি।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, “সংস্কারের রূপরেখা জনগণের হাতে যাবে, তারাই সিদ্ধান্ত নেবে। গণভোট ছাড়া কোনো সনদের বাস্তবায়ন মানে জনগণের মত উপেক্ষা করা।” তিনি জোর দিয়ে বলেন, সংস্কারের নির্দেশনা ঘোষণা করতে হবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে; জনগণের অংশগ্রহণ ও গণসম্মতিকেই সংস্কারের ভিত্তি করা হবে।

গণহত্যার বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিচার ছাড়া নির্বাচন আয়োজনের কোনো অর্থ হয় না। “এটি কেবল আনুষ্ঠানিকতা- কাগজে স্বাক্ষর, যার বাস্তব মূল্য নেই।” তিনি স্মরণ করিয়ে দেন, নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পর ত্রিদলীয় রূপরেখা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়- জনগণের রক্তের ত্যাগ উপেক্ষিত হয়। এবার সেই ভুল না করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।