Search
Close this search box.
Search
Close this search box.

মাদক নিলে মিডিয়ায় আর নয়

mediaমাদক ও অর্থের বিনিময়ে যৌনসেবা গ্রহীতা যেসব তারকা, তাদের টেলিভিশন ও অন্যান্য মিডিয়ায় নিষিদ্ধ করেছে চীন সরকার।  বেইজিং কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের নেপথ্য কারণ হিসেবে বলা হচ্ছে, দেশীয় মিডিয়াকে শক্তিশালী করার অন্যতম পদক্ষেপ এটি। চায়না ডেইলির বরাতে জানা যায়, মাদক গ্রহণসহ তারকাদের স্বেচ্ছাচারী জীবনাচারের কুপ্রভাব পড়ছে চীনের তরুণ সমাজে। সংবাদপত্রসহ বিভিন্ন প্রকাশনা, বেতার, চলচ্চিত্র ও টেলিভিশনের কল্যাণে সাধারণ মানুষ অভিনয়শিল্পীদের ব্যক্তিগত জীবন সম্পর্কে এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জানতে পারছে।

চীন সরকার বলেছে, মাদক গ্রহণ অথবা অর্থের বিনিময়ে যৌনতা কিনে যারা নিয়ম ভঙ্গ করে, সেসব তারকাকে যেন কোনো ধরনের মিডিয়া কভারেজ না দেয়া হয়। এমনকি, প্রচারসংশ্লিষ্ট সব অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।  চীনে চলতি বছর মাদক গ্রহণের অভিযোগে ডজনখানেক তারকাকে গ্রেফতার করা হয়।  তাইওয়ানের অভিনেতা কিকোর সঙ্গে গাঁজা সেবন অবস্থায় গ্রেফতার হন জ্যাকি চ্যান পুত্র জেইকি চ্যান। আরেক চীনা অভিনেতা গাও হু আরো এক কাঠি সরেস। মারিজুয়ানা ও মেথঅ্যামফিটামিন দুটো একসঙ্গে নেয়ার সময় গ্রেফতার হন তিনি। একই কারণে গ্রেফতারের তালিকায় রয়েছেন নির্মাতা ওয়ান কুয়ান আর অভিনেতা হুয়াং হাইবোও। তারকাদের মাদক কাণ্ড যাতে ভক্তদের মধ্যে কুপ্রভাব না ছড়ায়, সেজন্য নতুন আইনি পদক্ষেপের অবতারণা।

chardike-ad