মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ৪ ডিসেম্বর ২০২৫, ৭:০১ অপরাহ্ন
শেয়ার

দুই মামলায় আইভীর জামিন নামঞ্জুর


Ivy

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে নতুন করে শ্যোন অ্যারেস্ট দেখানো পাঁচটি মামলার মধ্যে দুটি- নারায়ণগঞ্জ থানা পুলিশের ওপর হামলা এবং ফতুল্লার ইয়াসিন হত্যা মামলার শুনানি বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, দুই মামলার কোনোটির এজাহারেই সেলিনা হায়াত আইভীর নাম নেই। পূর্বে একই মামলায় এজাহারে নাম না থাকা ১৯ জন আসামিকে জামিন দেওয়া হলেও এই মামলায় আইভীর জামিন না মেলায় ‘বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন হতে পারে’ বলে মন্তব্য করেন তিনি। এ আদেশের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

আইনজীবী আরও জানান, হাইকোর্ট আগে পাঁচটি মামলায় আইভীকে জামিন দিলেও পরে তাঁকে নতুন করে আরও পাঁচ মামলায় জড়ানো হয়েছে, যেগুলোর কোনোটাতেই তাঁর নাম উল্লেখ নেই। আজ অনুষ্ঠিত ইয়াসিন হত্যা মামলার শুনানিতে এজাহারে স্পষ্টভাবে শামীম ওসমান ও অয়ন ওসমানের নাম থাকার বিষয়টিও তিনি আদালতের নজরে আনেন।

অন্যদিকে পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় আইভীর অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন অ্যাডভোকেট আওলাদ। তিনি বলেন, “যে সময় ঘটনার কথা বলা হচ্ছে, তখন আইভী পুলিশের হেফাজতে ছিলেন। পুলিশের হেফাজতে থেকেও তিনি কীভাবে পুলিশের ওপর হামলা করতে পারেন- তা স্পষ্ট নয়।”

এদিকে জামিন নামঞ্জুরের আদেশের পর আইভীর সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মামলাগুলোকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনারও সৃষ্টি হয়েছে।