
ফাইল ছবি
আইপিএলের মিনি নিলামে বাজিমাত করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজি লিগটির ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন তিনি। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় আইপিএলের ১৯তম আসরের মিনি নিলাম। নিলামে নাম ওঠার পর মোস্তাফিজকে দলে নিতে শুরুতে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। পরে লড়াইয়ে যোগ দেয় চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। তিন ফ্র্যাঞ্চাইজির তীব্র প্রতিযোগিতায় দ্রুত বাড়তে থাকে তার দাম। শেষ পর্যন্ত চেন্নাইকে টপকে গিয়ে মোস্তাফিজকে নিজেদের করে নেয় কেকেআর।
২০২৬ মৌসুমের আইপিএল নিলামে সাতজন বাংলাদেশি ক্রিকেটারের নাম থাকলেও দিনের বড় অংশজুড়ে কারও নাম ডাকা হয়নি। দীর্ঘ অপেক্ষার পর রাতের শুরুতে প্রথম বাংলাদেশি হিসেবে মোস্তাফিজের নাম ওঠে নিলামে, আর সেখানেই ইতিহাস গড়েন এই টাইগার পেসার।
এর আগে আইপিএল নিলামে সর্বোচ্চ দাম পাওয়া বাংলাদেশি ক্রিকেটার ছিলেন সাকিব আল হাসান, যাকে ২০২১ সালে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা। আট মৌসুম আইপিএল খেলা মোস্তাফিজও অতীতে কখনো ২ কোটি ২০ লাখ রুপির বেশি দাম পাননি। এবার সেই রেকর্ড ভেঙে তার মূল্য দাঁড়াল ৯ কোটি ২০ লাখ রুপি।
আইপিএলে এখন পর্যন্ত ৬০ ম্যাচ খেলে ৮.১৩ ইকোনমি রেট ও ২৮.৪৫ গড়ে ৬৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ২০১৬ সালে অভিষেক আসরেই সানরাইজার্স হায়দরাবাদকে প্রথম শিরোপা এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। সেই পারফরম্যান্সের পর থেকেই ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর বিশেষ নজরে ছিলেন।







































