
এই উপগ্রহ থেকে পাওয়া তথ্য ভূতাত্ত্বিক ও প্রাকৃতিক সম্পদ জরিপ, ভূমি পরিকল্পনা ও ব্যবস্থাপনা এবং পরিবেশ পর্যবেক্ষণে ভূমিকা রাখবে
ক্যামেরা ও লেজার অল্টিমিটার বহনকারী একটি নতুন পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইন উৎক্ষেপণ করেছে চীন। মঙ্গলবার দেশটির শানসি প্রদেশের থাইইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্যাটেলাইটি উৎক্ষেপণ করা হয়।
চীন জাতীয় মহাকাশ প্রশাসন ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ১৭ মিনিটে ‘লং মার্চ–৪বি’ ক্যারিয়ার রকেটের মাধ্যমে ‘চিউইউয়ান–৩ডি’ নামের স্যাটেলাইটি নির্ধারিত কক্ষপথে পাঠানো হয়।
কর্তৃপক্ষ জানায়, এই উপগ্রহ থেকে পাওয়া তথ্য ভূতাত্ত্বিক ও প্রাকৃতিক সম্পদ জরিপ, ভূমি পরিকল্পনা ও ব্যবস্থাপনা এবং পরিবেশ পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
লং মার্চ–৪বি রকেটটি নির্মাণ করেছে শাংহাই একাডেমি অব স্পেসফ্লাইট টেকনোলজি। এই রকেট ৭০০ কিলোমিটার উচ্চতার সূর্যসমলয় কক্ষপথে সর্বোচ্চ ২ দশমিক ৫ টন ওজনের একাধিক উপগ্রহ বহনে সক্ষম।







































