
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা দেখভাল করবেন ড. এ কে এম শামছুল ইসলাম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থাপনায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে তাঁদের ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, খালেদা জিয়া ও তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই নিয়োগ কার্যকর করা হয়েছে।
এদিকে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তিনি যুক্তরাজ্যের দলীয় নেতাকর্মীদের প্রতি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি নেতাকর্মীদের বিমানবন্দরে ভিড় না করার অনুরোধ জানান।
এদিকে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ইতোমধ্যে একটি অভ্যর্থনা কমিটি গঠন করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করে গত সোমবার (১৫ ডিসেম্বর) এই কমিটি অনুমোদন দেওয়া হয়।





































