
ফাইল ছবি
আগামী বছরের অমর একুশে বইমেলার সময়সূচি নিয়ে দীর্ঘদিনের আলোচনা–জটিলতার অবসান ঘটল শেষ পর্যন্ত। ভাষার মাস ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হচ্ছে বইমেলা। তবে নিয়মিত সিডিউল অনুযায়ী ১ ফেব্রুয়ারি নয়- ২০২৬ সালের বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি এবং তা চলবে ১৫ মার্চ পর্যন্ত।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্তের ঘোষণা দেয় বাংলা একাডেমি। বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত ওই সভায় অংশ নেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা।
বৈঠক শেষে বাংলা একাডেমি জানিয়েছে, সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন হবে আগামী বছরের ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায়।
বইমেলা নিয়ে সংশ্লিষ্টদের নানা প্রশ্ন ও দোটানার মধ্যেই এ সিদ্ধান্ত স্পষ্ট পথ দেখাল আয়োজকদের। এখন প্রস্তুতি চূড়ান্ত হওয়া বাকি।



































