বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ ডিসেম্বর ২০২৫, ৭:৩১ অপরাহ্ন
শেয়ার

ভোট পর্যবেক্ষণে প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইইউ: ইসি সচিব


EC-Secretary

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষক পাঠাতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন। ইসি সচিব জানান, ইউরোপীয় ইউনিয়ন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তির আওতায় ইইউ নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের জন্য প্রতিনিধি দল পাঠাবে।

সচিব আরও বলেন, এখন পর্যন্ত কেবল প্রতিনিধি দলের প্রধানের নাম পাওয়া গেছে। বাকিদের তালিকা পরবর্তীতে জানানো হবে বলে ইইউ পক্ষ থেকে জানানো হয়েছে।

পর্যবেক্ষকদের আগমন ও কার্যক্রম প্রসঙ্গে আখতার আহমেদ জানান, বিভিন্ন সময়সূচিতে ধারাবাহিকভাবে ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসতে পারেন। কারা আগে আসবেন, কী পর্যবেক্ষণ করবেন বা পরে আর কেউ যুক্ত হবেন কি না- এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়া যায়নি। তবে চুক্তির আওতায় ইইউ প্রতিনিধিদের যাতায়াত, চলাফেরা ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।

পার্বত্য এলাকায় নিরাপত্তা ও বিধিনিষেধ প্রসঙ্গে সচিব বলেন, ইইউ পর্যবেক্ষকদের স্থানীয় প্রোটোকল মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে। বিশেষত পার্বত্য চট্টগ্রাম এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা বিধান মেনে চলতেই হবে বলে জানান তিনি।