বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৮ ডিসেম্বর ২০২৫, ৬:৩৮ পূর্বাহ্ন
শেয়ার

৪৭ বছরে পা দিলেন শাবনূর, জন্মদিনে ভক্তদের প্রতি আবেগঘন বার্তা


shabnur

ছবি: সংগৃহীত

জীবনের ৪৬টি বসন্ত পেরিয়ে ৪৭ বছরে পা দিলেন নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ঢাকাই সিনেমার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন হিসেবে এখনো দর্শকদের কাছে আলাদা জায়গা ধরে রেখেছেন তিনি। নানামাত্রিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করা এই তারকাকে আজও আদর্শ হিসেবে মানেন এই প্রজন্মের অনেক নায়িকা।

জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন শাবনূর। নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে দেখা যায়, ছেলে ও একসময়ের অভিনেতা অমিত হাসানের সঙ্গে জন্মদিনের কেক কাটছেন এই জনপ্রিয় নায়িকা।

ভিডিওর ক্যাপশনে শাবনূর লেখেন, ‘আজ আমার জন্মদিন। দিনটি আমার কাছে সত্যিই ভীষণ স্পেশাল। জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম, ফোন ও মেসেজে যে অগাধ ভালোবাসা ও অসংখ্য শুভেচ্ছা পাচ্ছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। একজন অভিনেত্রী হিসেবে ভক্ত-শ্রোতা, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এই ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও অনুপ্রেরণা।’

তিনি আরও লেখেন, ‘সবার দোয়া ও ভালোবাসা আমাকে আরও দায়িত্বশীল করে তোলে এবং ভালো কাজ করার শক্তি জোগায়। আপনাদের পাশে পাওয়াটা আমার জন্য আশীর্বাদ। হৃদয়ের গভীর থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সবসময় পাশে থাকবেন, দোয়ায় রাখবেন।’

উল্লেখ্য, ১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোরে জন্মগ্রহণ করেন শাবনূর। তার আসল নাম নূপুর। পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। ছবিটি মুক্তি পায় ১৯৯৩ সালের ১৫ অক্টোবর। এরপর ১৯৯৪ সালে জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ চলচ্চিত্রের মাধ্যমে নিয়মিত অভিনয়ে যুক্ত হন এই জনপ্রিয় চিত্রনায়িকা।

সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে এই নায়িকা ১৪টি ছবি করেন। সালমান শাহ ছাড়াও ওমর সানী, রিয়াজ, ফেরদৌস, অমিত হাসান, আমিন খান ও বাপ্পারাজের সঙ্গে অভিনয় করেও সফলতা পান শাবনূর।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রে অভিনয় করার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।