
অভিনেতা জিৎ I ছবি : সংগৃহীত
পরিচালক পথিকৃৎ বসুর নতুন চলচ্চিত্র ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’–এর শুটিং চলাকালীন গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিৎ। দুর্ঘটনার পর আপাতত সিনেমাটির শুটিং স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
জানা গেছে, ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলাকালীনই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পুরো সপ্তাহজুড়ে টানা শুটিংয়ের শিডিউল থাকলেও অভিনেতার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সব কাজ সাময়িকভাবে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জিতের পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন রয়েছে বলে জানা গেছে।
ঠিক কীভাবে তিনি আঘাত পেয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে শুটিং ইউনিট সূত্রে জানা যায়, দৃশ্যটি ছিল শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ ও অ্যাকশননির্ভর। দুর্ঘটনার পর দ্রুত শুটিং বন্ধ করে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
এদিকে পরিচালক পথিকৃৎ বসুও শুটিং পুনরায় শুরু করার বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সূচি এখনো জানাননি। তিনি জানিয়েছেন, অভিনেতার সুস্থতাই এখন সবার প্রথম অগ্রাধিকার। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন করে শিডিউল নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, এই ছবিতে জিৎ অভিনয় করছেন ব্রিটিশবিরোধী আন্দোলনের এক ঐতিহাসিক চরিত্র বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায়। অ্যাকশনধর্মী এই সিনেমায় তুলে ধরা হবে স্বাধীনতা আন্দোলনের উত্তাল সময় ও বিপ্লবীদের জীবনসংগ্রামের গল্প। ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে থাকলেও আপাতত জিতের সুস্থতার দিকেই নজর রাখছে পুরো টিম ও ভক্তরা।






































