
বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিং করেন বিএনপি মহাসচিব
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি চিহ্নিত গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে দলটি বলছে, জনগণ মনে করছে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়।
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব অভিযোগ তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, গতকাল প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি নিউ এজ সম্পাদক সিনিয়র সাংবাদিক নূরুল কবিরের ওপর হামলা, ছায়ানট ও উদীচীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনাও ঘটেছে।
তিনি আরও জানান, চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলা, ধানমণ্ডি ৩২ নম্বরে পুনরায় অগ্নিসংযোগ, ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টারে ভাঙচুর ও আগুন দেওয়া, উত্তরায় ৩২টি দোকান ভাঙচুর, আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগ, সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ এবং ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার দেওয়ার ঘটনায় দলটি গভীর উদ্বেগ প্রকাশ করছে।
মির্জা ফখরুলের অভিযোগ করেন, সরকারের চোখের সামনেই এসব সহিংস ঘটনা ঘটছে, যা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তার ভাষায়, জনগণ মনে করছে সরকারের ভূমিকা সন্তোষজনক নয় এবং এসব ঘটনার কারণে দেশ-বিদেশে সরকারের পাশাপাশি দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিও জানায় বিএনপি।

































