শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
শেয়ার

পাহাড়ের গভীরে ২৪ কোটি কম্পিউটার সক্ষমতার ডেটা সেন্টার চালু করলো চীন


deta

এটি সাধারণ দাপ্তরিক কাজে ব্যবহৃত প্রায় ২৪ কোটি ডেস্কটপ কম্পিউটারের সমান কম্পিউটিং ক্ষমতা প্রদান করতে পারে

প্রথম হাই আল্টিটিউড এবং টানেল-ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটিং সেন্টার চালু করলো চীন। এই প্রকল্পের সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর অবস্থান। জলবিদ্যুৎ কেন্দ্রের পুরোনো নির্মাণ টানেলগুলোকে রূপান্তরিত করা হয়েছে ডেটা সেন্টারে। পাহাড়ের গভীরে অবস্থিত হওয়ায় এখানকার তাপমাত্রা প্রাকৃতিকভাবেই বাইরের তুলনায় অনেক কম।

টানেলের প্রবেশপথের থার্মোমিটারে দেখা গেছে, সেখানকার তাপমাত্রা মাত্র ৮ ডিগ্রি সেলসিয়াস। শীত কিংবা বসন্ত—সব ঋতুতেই টানেলগুলো শীতল ও শুষ্ক থাকে, এমনকি গ্রীষ্মকালেও এখানে কোনো উচ্চ তাপমাত্রা অনুভূত হয় না। এই প্রাকৃতিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলে বিশাল বিশাল সার্ভার ঠান্ডা রাখতে কৃত্রিম এসির ব্যবহার প্রায় প্রয়োজন হয় না বললেই চলে।

প্রাথমিক পর্যায়ে এখানে মোট ৬টি কম্পিউটিং মডিউল চালু করা হয়েছে। বর্তমানে এর সক্ষমতা এতটাই বেশি, এটি সাধারণ দাপ্তরিক কাজে ব্যবহৃত প্রায় ২৪ কোটি (২৪০ মিলিয়ন) ডেস্কটপ কম্পিউটারের সমান কম্পিউটিং ক্ষমতা প্রদান করতে পারে।

এই কেন্দ্রটি শুধুমাত্র জলবিদ্যুৎ নয়, বরং বিশ্বের বৃহত্তম এবং সর্বোচ্চ উচ্চতার ‘হাইড্রো-সোলার কমপ্লিমেন্টারি’ প্রকল্পের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রকল্পটি একদিকে যেমন প্রযুক্তির জন্য প্রয়োজনীয় বিপুল শক্তির যোগান দিচ্ছে, অন্যদিকে পাহাড়ের গুহাকে ব্যবহার করে পরিবেশের ওপর বিরূপ প্রভাব কমিয়ে আনছে।

সূত্র: সিএমজি