Search
Close this search box.
Search
Close this search box.

চীনের শীর্ষ ধনী আলীবাবার জ্যাক

jack-maই কমার্স জায়ান্ট আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক ম্যা চীনের শীর্ষ ধনীর তকমা পেয়েছেন। ফোর্বসের হিসেবে, বর্তমানে তার সম্পদের পরিমান মোট ১ হাজার ৯৫০ কোটি ডলার। গত বছর যা ছিল ৭১০ কোটি ডলার। সেপ্টেম্বরে রেকর্ড পরিমাণ শেয়ার বিক্রির মাধ্যমে তরতর করে বেড়েছে তার সম্পদের পরিমাণ।

২০১৩ সালে এই স্থানে ছিলেন বিনোদনভিত্তিক প্রতিষ্ঠান ওয়ান্ডা-র প্রধান নির্বাহী ওয়াং জিয়ানলিন। তবে গতবছরের শীর্ষধনী ওয়াং জিয়ানলিন নেমে এসেছেন তালিকার ৪র্থ স্থানে। ২য় স্থানে আছেন ‘চীনের গুগল’নামে খ্যাত প্রতিষ্ঠান বাইডু-র মালিক রবিন লি। লির সম্পদের পরিমাণ ১ হাজার ৪৭০ কোটি ডলার। আর ৩য় স্থানে থাকা মা হুয়াটেঙ্গের সম্পদ ১ হাজার ৪৪০ কোটি ডলার।

chardike-ad

চীনে বিলিওনারদের সংখ্যাও বেড়েছে, ২০১৩ সালে এই সংখ্যা ছিল ১৬৮ জন, এবছর তা দাঁড়িয়েছে ২৪২ জনে।

ফোর্বসের তথ্যানুযায়ী, ১৫ বছর আগে যাত্রা শুরু করা আলীবাবার বর্তমান ‘ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু’ ২৪ হাজার কোটি ডলার। কোম্পানিটি চলতি বছরের সেপ্টেম্বরে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে আইপিও এর রেকর্ড গড়ে।

আলীবাবার প্রতিদ্বন্দ্বী ই কমার্স প্রতিষ্ঠান জেডি ডট কমের মালিক রিচার্ড লুই আছেন তালিকার ১০ম স্থানে। তার সম্পদের পরিমাণ ৭১০ কোটি মার্কিন ডলার।

চীনভিত্তিক লাক্সারি ম্যাগাজিন হুরুনের প্রকাশিত তথ্যমতে, জ্যাকের সম্পদের পরিমাণ আড়াই হাজার কোটি ডলার।

সূত্র:এএফপি