Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়া আসছে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় এথলেটিকস দল

universiade দক্ষিণ কোরিয়ার খোয়াংজুতে অনুষ্ঠিতব্য ‘দ্য ইউনিভার্সেইড’ এ আসছে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় এথলেটিকস দল। ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপুর্ণ এই ইভেন্টে উত্তর কোরিয়া্র  ১০৮ সদস্যের বৃহত্তম এথলেটিকস দল পাঠাবে বলে নিশ্চিত করেছে খোয়াংজু  ইউনিভার্সেইড অর্গানাইজিং কমিটি (GUOC)। এর মধ্যে ৭৫ জন এথলেটস এবং বাকিরা কর্মকর্তা হিসেবে আসবেন। তারা ৬ টি একক এবং ২ টি গ্রুপ ভিত্তিক ইভেন্টে অংশ গ্রহণ করবেন আয়োজক কমিটি জানিয়েছে।

আগামী ৩ থেকে ১৪  জুলাই ২০১৫ এ অনুষ্ঠিতব্য খোয়াংজু ইউনিভার্সেডে বিশ্বের ১৭০ টি দেশের ২৮ বছরের কম বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া  বিশ হাজার এথলেটস অংশগ্রহণ করবে। একক এবং গ্রুপভিত্তিক ২১ ইভেন্টে ২৭২ স্বর্ণপদকের জন্য লড়বেন তারা। এবারের আসরের স্লোগান হচ্ছে “Lightup Tomorrow”।

chardike-ad

উল্লেখ্য, দ্য ইউনিভার্সেইডে গত ১০ বছর যাবত উত্তর কোরিয়া থেকে গড়ে ৪৫ থেকে ৫০ জন এথলেট অংশ  নিয়ে থাকে। তবে এই বছর উভয় কোরিয়ার ৭০ তম প্রতিষ্ঠা-বার্ষিকী উপলক্ষে এই ক্রীড়া আসরকে বিশেষ তাৎপর্যপূর্ণ  মনে করছে দুই দেশ।