শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৯ মার্চ ২০১৫, ১:১৩ অপরাহ্ন
শেয়ার

মুস্তফা কামালের পরিবর্তে ট্রফি তুলে দিবেন শ্রীনিবাসন!


mustafa-kamalআইসিসির নিয়ম অনুযায়ী বিশ্বকাপের ট্রফি বিজয়ী দলের হাতে তুলে দেন সভাপতি। কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত পরিবর্তন করলো আইসিসি। এবার সভাপতি মুস্তফা কামালের পরিবর্তে ট্রফি তুলে দিবেন চেয়ারম্যান শ্রীনিবাসন।

তবে,পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কামাল উপস্থিত থাকতে পারেন বলে জানা যায়। ভারতীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে।

গেলো বছর আইসিসি প্রেসিডেন্ট হন বাংলাদেশের সাবেক বিসিবি সভাপতি মুস্তফা কামাল। তখন তিনি সাংবাদিকদের জানান, নিয়ম অনুযায়ী বিশ্বকাপের ট্রফি বিজয়ী দলের হাতে তুলে দেন সভাপতি। কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত অসলো সভাপতি নয় চেয়ারম্যান ট্রফি তুলে দেবেন।

এজন্য বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর সাংবাদিকদের আইসিসি নিয়ে বিরূপ মন্তব্য করায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, এ ব্যাপারে কামাল কিছুই জানাননি।