শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৩ এপ্রিল ২০১৫, ৬:৩২ পূর্বাহ্ন
শেয়ার

লিবিয়ায় কোরিয়ান দূতাবাসে হামলা, নিহত ২


cargo-to-libya-mapগতকাল রবিবার লিবিয়াস্থ দক্ষিণ কোরিয়ার দূতাবাসে হামলা করেছে অজ্ঞাত কয়েকজন বন্ধুকধারী। এতে দুইজন নিহত হয়েছেন এবং অপর একজন হাসাপাতালে চিকিৎসাধীন আছে।

দক্ষিণ কোরিয়া ও লিবিয়ার কর্মকর্তারা বলেছেন অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীরা রবিবার ত্রিপোলিতে দক্ষিণ কোরিয়ার দূতাবাসে হামলা চালায়। তারা দুজন স্থানীয় নিরাপত্তা রক্ষীকে হত্যা করে। কর্মকর্তারা বলেন দূতাবাসের চত্বর দিয়ে যাওয়ার সময়, একটি গাড়ি থেকে বন্দুকধারীরা গুলি করে এবং দুজন নিরাপত্তা রক্ষীকে হত্যা করে। হামলায় আহত হয় আরেকজন নিরাপত্তা রক্ষী।

সিউলে পররাষ্ট্রমন্ত্রনালয়ে এক মুখপাত্র বলেন দুজন কূটনীতিক সহ তিনজন দক্ষিণ কোরিয়ান দূতাবাসে কাজ করছিলেন কিন্তু তাদের কোন ক্ষতি হয়নি। পররাষ্ট্রমন্ত্রনালয়ের এক কর্মকর্তা বলেছেন সিউল লিবিয়া থেকে তাদের কূটনীতিকদের অপসারণ করার কথা বিবেচনা করছে।