রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৩ মে ২০১৫, ২:০৮ অপরাহ্ন
শেয়ার

আইপিএলে না খেলেও এগিয়ে রুবেল


Rubel Hossain

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বা আইপিএলে না খেললেও বাংলাদেশি পেসার রুবেল হোসেনকে মিস করছেন এর দর্শকরা। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো একটি অনলাইন জরিপে এ তথ্য জানা গেছে।

জরিপে জানতে চাওয়া হচ্ছে ২০১৫ আইপিএলে কোন কোন খেলোয়াড়কে মিস করছেন দর্শকেরা। হাশিম আমলা, কুমার সাঙ্গাকারা, আফ্রিদি, সাকিবদের পাশাপাশি সেখানে ভোট পেয়েছেন কখনো আইপিএলে না খেলা বাংলাদেশি পেসার রুবেল হোসেনও।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সাকিবকে মিস করছেন ১৪০২ জন ভোটার আর রুবেল হোসেনকে ৪৭২ জন। শন টেইট, মাহেলা জয়াবর্ধনে আর চেতশ্বর পুজারার চেয়েও বেশি ভোট পেয়েছেন রুবেল। বিশ্বকাপে অসাধারণ বোলিং দিয়ে রুবেল যে সারা পৃথিবীর মানুষের মন জয় করেছেন তা এই জরিপ থেকেই পরিষ্কার।