শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২১ জুন ২০১৫, ১২:১২ অপরাহ্ন
শেয়ার

৬০ হাজার পথচারীকে ইফতার করাবে ইসলামী ব্যাংক


islami-bankইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রমজান মাসব্যাপী ঢাকা শহরের বিভিন্ন স্থানে ৬০ হাজার পথচারী রোজাদারের মাঝে ইফতার বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে।

শনিবার ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক টাওয়ারের সম্মুখে ইফতার বিতরণের মাধ্যমে মাসব্যাপী এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশার ও আবদুস সাদেক ভুঁইয়া এবং বিজনেস প্রোমোশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান ড. মো. কামালুদ্দিন জসিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কর্মসূচির প্রথম দিনে রাজধানীর শাহবাগ, ফার্মগেট, মহাখালী-বনানী, মৌচাক-রামপুরা, নয়াবাজার-সদরঘাট ও যাত্রাবাড়ী এলাকায় ২ হাজার পথযাত্রী রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়।