Search
Close this search box.
Search
Close this search box.

ধূমপানে প্রাণ যাচ্ছে প্রতি ৫ জনে ১ জন কোরিয়ানের

অনলাইন প্রতিবেদক, ২২ এপ্রিল, ২০১৩:

কোরিয়ান সরকার পরিচালিত স্বাস্থ্য ও সমাজকল্যাণ ইন্সটিটিউটের এক গবেষণায় দেখা গেছে দেশটির অন্তত প্রতি ৫ জনে ১ জন ধূমপানজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান।
গবেষণা প্রতিবেদনটিতে দাবী করা হয় ২০১০ সালে ৩ লক্ষ ৭০ হাজার প্রাপ্তবয়স্কের ২১.৬ শতাংশ বা ৭৯, ৯১৭ জন ধূমপান জনিত স্বাস্থ্য সমস্যায় মৃত্যুমুখে পতিত হয়েছেন। তবে প্রতিবেদনের ভাষ্য অনুসারে ২০০৫ সালে যেখানে দেশে প্রাপ্তবয়স্ক ধূমপায়ীর সংখ্যা ছিল ২৮.৮ শতাংশ, ২০১০ সালে তা ২৬.৯ শতাংশে নেমে এসেছে।

chardike-ad

ধূমপায়ীদের এ বদভ্যাস ছাড়তে সাহায্য করার লক্ষ্যে কোরিয়া সরকারের স্বাস্থ্য ও জনকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সিগারেটের দাম বৃদ্ধির পরপরই বৃহস্পতিবার এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হল।