
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব বর্মণকে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে হাসপাতাল পরিদর্শনে এসে সেবার মান, জরুরি বিভাগ ও স্টাফ উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। এ সময় ডা. ধনদেব বর্মণ জনবল সংকট ও কাজের চাপের বিষয় তুলে ধরে ক্ষোভ প্রকাশ করলে তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ঘটে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাঈন উদ্দিন জানান, মহাপরিচালকের উপস্থিতিতে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক ছিল।






































