
স্বাস্থ্যের ডিজি আবু জাফরের সঙ্গে তর্কে জড়ান জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ধনদেব চন্দ্র বর্মণ। ছবি: সংগৃহীত
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাওয়ার পর নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
রবিবার সকাল ১১টার দিকে তিনি হাসপাতালের পরিচালকের কাছে শোকজের জবাব জমা দেন। ধনদেব বর্মণ জানান, ডিজির সঙ্গে আচরণে তাঁর ভুল হয়েছে এবং তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার ডিজির হাসপাতাল পরিদর্শনকালে ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারের বিষয়ে প্রশ্ন করার সময় ধনদেব বর্মণের সঙ্গে তর্কের ঘটনা ঘটে। এরপরই তাঁকে শোকজ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শোকজের জবাব পাওয়া গেছে, এখন তাঁর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।






































