শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ৫ ডিসেম্বর ২০২৫, ২:০০ অপরাহ্ন
শেয়ার

মেডিক্যাল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কাজের ফেরার নির্দেশ


health-ministry

সরকারি হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের চলমান কর্মবিরতির কারণে জরুরি স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ পরিস্থিতিতে জনগণের ভোগান্তি বাড়ায় দুঃখ জানিয়েছে মন্ত্রণালয় এবং দ্রুত কাজে ফেরার আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার সচিবালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলন চললেও স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয় ইতোমধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ও বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে। আন্দোলনকারীদের প্রতিনিধিরাও আলোচনায় অগ্রগতির বিষয়ে অবহিত হয়েছেন।

তবুও কর্মবিরতি চালিয়ে যাওয়ায় সেবাপ্রার্থীদের জিম্মি করে রাখা হচ্ছে বলে মন্তব্য করে মন্ত্রণালয়। স্বাস্থ্যসেবার মতো মানবিক পেশায় এমন কর্মসূচির যৌক্তিকতা নেই বলেও উল্লেখ করা হয়।

মন্ত্রণালয় সতর্ক করে জানায়, অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা ব্যাহতকারী কর্মসূচি অব্যাহত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।