শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২২ এপ্রিল ২০১৬, ৬:২৮ অপরাহ্ন
শেয়ার

ইমাম-বাকির জন্য দোয়া মাহফিল সিউল সেন্ট্রাল মসজিদে


imam lee bakiসিউল সেন্ট্রাল মসজিদে ইমাম হোসেন লি এবং নাজমুল ইসলাম বাকি’র জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া। আগামীকাল মাগরিবের নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিসিকের পক্ষ থেকে সকল কোরিয়া প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে। যাদের সময় সুযোগ হবে তাদেরকে দোয়া মাহফিলে যোগ দিয়ে ইমাম হোসেন লি এবং নাজমুল ইসলাম বাকির জন্য দোয়া প্রার্থনার জন্য আহবান জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া’র নির্বাহী কমিটির সদস্য, মডেল, অভিনেতা ও প্রবাসী সংস্কৃতিকর্মী ইমাম হোসেন লি গত ১২ এপ্রিল কোরিয়ায় স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে মৃত্যুবরণ করেন। এর আগে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া’র আরেক নির্বাহী কমিটির সদস্য কোরিয়া প্রবাসী নাজমুল হাসান গত ২২ মার্চ উইজংবু সংমো হাসপাতালে মৃত্যুবরণ করেন।