বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ২৮ জুলাই ২০১৬, ১২:৩৭ অপরাহ্ন
শেয়ার

নমনীয় ওএলইডি স্ক্রিনে বিনিয়োগ করবে এলজি ডিসপ্লে


lg logoনমনীয় অর্গানিক লাইট-এমিটিং ডায়োড (ওএলইডি) ডিসপ্লে সক্ষমতা বাড়াতে ১৭৫ কোটি ডলার বিনিয়োগ করবে এলজি ডিসপ্লে। হ্যান্ডসেট ডিভাইস নির্মাতাদের কাছে ওএলইডি স্ক্রিনের চাহিদা বাড়ছে। এরই পরিপ্রেক্ষিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

এলজি ডিসপ্লের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হ্যান সাং-বিওম এক বিবৃতিতে জানান, স্মার্টফোনের স্ক্রিনে ওএলইডি ব্যবহার ডিসপ্লে শিল্পে সুযোগের পাশাপাশি চ্যালেঞ্জও সৃষ্টি করছে।