Search
Close this search box.
Search
Close this search box.

স্যামসাং, হুন্দাই, কিয়া সেরা ১০০ ব্র্যান্ডের তালিকায়

অনলাইন প্রতিবেদক, সিউল, ০৩ অক্টোবর:

Samsung-Logo

chardike-ad

বিশ্বের সেরা ১০০ ব্র্যান্ডে নিজেদের অবস্থান আরো পাকাপোক্ত করেছে তিন কোরিয়ান কোম্পানী স্যামসাং, হুন্দাই এবং কিয়া। স্যামসাং ইলেকট্রনিক্স ৩৯.৬ বিলিয়ন ভ্যালু নিয়ে অষ্টম স্থানে অবস্থান করছে। গত বছর এ তালিকায় নবম স্থানে ছিল এই কোরিয়ান কোম্পানি। গাড়ি নির্মাতা কোম্পানি হুন্দাই ১০ ধাপ এগিয়ে ৪৩ তম অবস্থানে এসেছে। একবছরে হুন্দাই এর ব্র্যান্ড মুল্য ২০ শতাংশ বেড়েছে। কিয়া এর ভ্যালু ১৫ শতাংশ বেড়ে ৮৩ তম অবস্থানে রয়েছে।

imagesসেরা একশ কোম্পানীতে কোকোকোলাকে পিছনে ফেলে অ্যাপল এখন সেরা গ্লোবাল ব্র্যান্ড। কনসালটেন্সি ফার্ম ইন্টারব্র্যান্ড প্রতি বছর ন্যায় এ বছরও শীর্ষ ১০০ টি গ্লোবাল ব্র্যান্ডের বার্ষিক তালিকা প্রকাশ করেছে। অ্যাপল ৯৮.৩ বিলিয়ন ডলার ব্রান্ড ভ্যালু নিয়ে সেরা ব্র্যান্ডের অবস্থান দখল করেছে। ২০০০ সাল থেকে প্রতিবছর এই ব্রান্ডের তালিকা প্রকাশিত হয়ে আসছে। ৯৩.৩ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে দ্বিতীয় স্থানে টেক জায়ান্ট গুগল। টানা ১৩ বছর শীর্ষ থাকার পর, এই প্রথম কোকোকোলা এখন তিন নাম্বারে অবস্থান করছে।