Search
Close this search box.
Search
Close this search box.

সিউলে তিনদিনব্যাপী বাংলা চলচ্চিত্র উৎসব শুরু

দক্ষিণ কোরিয়ার সিউলে তিন দিনব্যাপী বাংলা চলচ্চিত্র উৎসব গতকাল শুরু হয়েছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্য ও বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান কিম কিসন। দুই দেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানান। উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ প্রদর্শন করা হয়।

chardike-ad

কোরিয়ান ভাষায় সাব টাইটেল যুক্ত হওয়া স্থানীয় দর্শকদের জন্য একটি নতুন আকর্ষণ ছিলো। অনেক দর্শকদের আগ্রহ সহকারে চলচ্চিত্রটি উপভোগ করতে দেখা যায়। আজ এবং আগামীকাল ‘ডুব’, ‘খাঁচা’ ও ‘স্বপ্নজাল’ প্রদর্শন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীলঙ্কা, নাইজেরিয়া ও জাম্বিয়ার রাষ্ট্রদূত,  রাশিয়া, ইতালি ও রুয়ান্ডার কূটনীতিকবৃন্দ, কোরিয়ান কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি, কোরিয়া ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, হানা মাল্টিকালচারাল সেন্টারের প্রতিনিধি উপস্থিত ছিলেন।