সৌদি আরবের জেদ্দায় হৃদরোগে শহীদুল ইসলাম নান্নু (৬০) নামের এক বাংলাদেশি মারা গেছেন। বুধবার রাতে জেদ্দায় নিজ বাসভবনে মারা যান তিনি। সৌদির কেন্দ্রীয় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নান্নু প্রায় ৩৫ বছর ধরে জেদ্দায় ব্যবসা করতেন।
তার বাড়ি ফরিদপুরের ভাঙা থানার মনসুরাবাদ গ্রামে। বাবার নাম আবদুল হালিম। নান্নুর জানাজার নামাজ আজ জুমার নামাজের পর নজলা মসজিদ কাউসারে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে দেশটির স্থানীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে সহযোদ্ধার মৃত্যুতে শোকবার্তা দিয়েছে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি। তিনি মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে এবং তার স্ত্রীকে রেখে গেছেন। তার স্ত্রী বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ ইংলিশ সেকশনে শিক্ষিকা হিসাবে কর্মরত রয়েছেন।