Search
Close this search box.
Search
Close this search box.

এবার মোদির রাজ্য গুজরাতে দলিতদের হিন্দু ধর্ম ছাড়ার হিড়িক

hinduএর আগে ৫০০ জন দলিত বৌদ্ধ ধর্মগ্রহণ করেছিলেন। আর এবার তার তিনগুণ দলিত বৌদ্ধ ধর্মগ্রহণ করলেন। তা আর অন্য কোনো রাজ্যে নয়, ভারতের প্রধানমন্ত্রী মোদির রাজ্য গুজরাতে। রোববার সাহিবগঞ্জে সর্দার বল্পভভাই প্যাটেল ন্যাশনাল মেমোরিয়ালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই ১,৫০০ জন দলিত বৌদ্ধ ধর্মগ্রহণ করেন। অনুষ্ঠানের আয়োজন করেগুজরাতের “বুদ্ধ’জ লাইট ইন্টারন্যাশনাল আসোসিয়েশন (বিএলআইএ)।

সম্প্রতি, একাধিক কট্টর হিন্দুত্ববাদী সংগঠন দাবি তুলেছে, দেশে একটি কড়া ধর্মান্তরণবিরোধী আইন আনা প্রয়োজন। যা নিয়ে বিতর্কও হচ্ছে। মনে করা হচ্ছে, “লাভ জিহাদ “লাভ ত্রিশূল’-এর তকমা দিয়ে ঢালাও বিদ্বেষমূলক প্রচার চালিয়েও যখন তারা এই ধরনের ধর্মান্তকরণ আটকাতে পারছে না তখন বাধ্য হয়েই তারা এখন আইন আনার কথা বলছে।

chardike-ad

দলিত হওয়ায় তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। তাদের যথাযথ নাগরিক মর্যাদা দেয়া হচ্ছে না। এর প্রতিবাদে ও সমাজে সাম্য ও মর্যাদা পেতে প্রায় দেড় শ’ হাজার দলিত রোববার বৌদ্ধ ধর্মপ্রহণ করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতে এই ঘটনা ঘটেছে।

সূত্র : পূবের কলম