Search
Close this search box.
Search
Close this search box.

দেশে ফেরার সময় ভারত সীমান্তে ১১১ জন বাংলাদেশি আটক

bangladeshiদেশে ফেরার পথে মহিলা ও শিশুসহ ১১১ জন বাংলাদেশিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। বেনাপোলের পুটখালি সীমান্তের বিপরীতে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার আংরাইল ঘুণারমাঠ এলাকা থেকে শুক্রবার রাতে তাদের আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

ওপারের বিভিন্ন মহল থেকে জানা গেছে, কাজের সন্ধানে বাংলাদেশ থেকে অনেকে চোরাপথে ভারতে প্রবেশ করে। শিশু, মহিলাসহ পরিবারকে নিয়ে বেশিরভাগ পুরুষ দালালের হাত ধরে চলে যায় ভারতে। সীমান্ত পেরিয়ে তারা দিল্লি, ব্যাঙ্গালুরু, পুনে, মুম্বাই বিভিন্ন শহরে কাজ করে জীবিকা নির্বাহ করতো। ব্যাপক ধরপাকড়ের ভয়ে ব্যাঙ্গালুরু থেকে ১১১ জন পরিবার নিয়ে চোরাপথে নিজ দেশে ফিরছিল।

chardike-ad

এ সময় ভারতীয় বিএসএফের ৬৪ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা তাদের ইছামতি নদী থেকে আটক করে স্পিড বোর্ডে করে ক্যাম্পে নিয়ে যায়। পরে তাদের বনগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বেনাপোলের পুটখালি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মশিউর রহমান জানান, বিষয়টি আমাদের জানা নেই। বিএসএফ এ ব্যাপারে আমাদের কিছুই জানায়নি।