Search
Close this search box.
Search
Close this search box.

যুবককে হত্যার পর কাঁটাতারের বাইরে ফেলে গেল বিএসএফ

siamএক যুবককে পিটিয়ে হত্যার পর বাংলাদেশের নোম্যান্স ল্যান্ড থেকে ভারতের ৫০ গজ ভেতরে ফেলে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৪২ বিজিবি দিনাজপুরের অধীনস্থ মিনাপুর সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিজিবিকে বিতর্কে ফেলার জন্য বিএসএফ সদস্যরা এমন কাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছেন ওই সীমান্তের দায়িত্বে থাকা সদস্যরা।

হরিপুর উপজেলার ৭ ক্যাম্পের প্রধান নায়েব সুবেদার আব্দুস সালাম বলেন, হরিপুর উপজেলার ৪২ বিজিবি দিনাজপুরের অধীনস্থ মিনাপুর বিওপি এবং ১৪৬ বিএসএফ’র সোনগাঁও ক্যাম্পের মেইন পিলার ৩৫৩ এর ৩ এস বরাবর কাঁটাতারের বাইরে নোম্যান্স ল্যান্ড থেকে ভারতের ৫০ গজ ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা মিনাপুর বিজিবিকে খবর দেয়।

chardike-ad

খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে যায় এবং মরদেহটি ভারতীয় নাগরিকের বলে জানায়। নিহত যুবকটি সম্ভবত মুসলমান। মিনাপুর বিওপি’র বিজিবি সদস্যরা বলছেন, ওই যুবককে হত্যার পর সীমান্তের কাছে ফেলে গেছে বিএসএফ। যেহেতু সে ভারতীয় নাগরিক। এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়।