Search
Close this search box.
Search
Close this search box.

৯ শর্তে দেশে ফিরতে পারবেন সৌদির অবৈধ প্রবাসী বাংলাদেশিরা

saudi-bangladeshiসৌদি আরবে অবৈধভাবে বসবাসরত কিংবা বিভিন্ন কোম্পানিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা কোনো ধরনের জেল জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন। সম্প্রতি রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বলা হয়েছে, যেসব প্রবাসীরা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় এবং যাদের নামে কোনো জরিমানা বা মামলা সংক্রান্ত জটিলতা নেই, তারা দূতাবাসের সহযোগিতা নিয়ে এ সুযোগ নিতে পারবেন। দেশে যেতে ইচ্ছুক এসব প্রবাসী বাংলাদেশিদের শিগগিরই দূতাবাসে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসীহ।

chardike-ad

আবেদনের শর্তসমূহ-

১. রিয়াদে অবস্থিত কোম্পানির কর্মীরা রিয়াদ মক্তব আমেল ও যাদের কোম্পানি রিয়াদের বাহিরে তারা সংশ্লিষ্ট অঞ্চলের মক্তব আমেল বরাবর দূতাবাসের মাধ্যমে আবেদন করবেন।

২. আমেল মানজিলি (বাড়ির গৃহকর্মী) বা সায়েক খাস (নিয়োগকর্তার ব্যক্তিগত চালক) এ কার্যক্রমের আওতাভুক্ত নয়।

৩. কর্মীর ইকামা হয়নি বা ইকামার অল্পদিনে মেয়াদ শেষ হয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য (এক মাস বা তার অধিক)।

৪. কর্মীর হুরুব (কর্মস্থল থেকে পলাতক) কেস নেই।

৫. দেশে ফিরতে বাধা দেয় এমন কোন কেস (মামলা) কর্মীর উপর নেই।

৬. কর্মীর কোনো বকেয়া বেতন ভাতার দাবি নেই।

৭. কর্মীর নামে কোন গাড়ি নেই, ট্রাফিক জরিমানা থাকলে তা আবেদনের পূর্বেই পরিশোধ করতে হবে।

৮. কর্মীর অধীনে পরিবার (স্ত্রী-সন্তান) থাকলে তাদের ইকামা ফি কর্মীকে পরিশোধ করতে হবে।

৯. কর্মী এক্সিট ভিসা পাওয়া মাত্র নিজ খরচে ১৫ দিনের মধ্যে দেশে ফিরতে সক্ষম।

saudi-noticeদেশে ফেরার জন্য করণীয়-

১. বাংলাদেশ দূতাবাস, রিয়াদ/জেদ্দা কন্স্যুলেটের সাথে যোগাযোগ করতে হবে।

২. পাসপোর্টের ফটোকপি (৩ কপি) ইকামার ফটোকপি (৩ কপি) দূতাবাসে জমা দিতে হবে।

৩. দূতাবাস বা কন্স্যুলেট প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত করে লেবার অফিসে জমা দিতে হবে।

৪. এক্সিট ভিসা অনলাইনে দেখা যাবে, কোনো পেপার দেয়া হবে না, যাদের আবশি আছে তারা মেসেজ পাবেন, যাদের আবশি নেই তারা অনলাইনে চেক করে জেনে নিবেন।

৫. যাদের মেয়াদসহ মূল পাসপোর্ট আছে তারা নিজে টিকিট সংগ্রহ করে সরাসরি সৌদি ত্যাগ করতে পারবেন।

৬. যাদের মেয়াদসহ/মেয়াদহীন মূল পাসপোর্ট নেই তারা দূতাবাস/কন্স্যুলেট থেকে আউট পাস নিয়ে নিজে টিকিট সংগ্রহ করে সৌদি ত্যাগ করতে পারবেন।

যেকোনে প্রয়োজনে যোগাযোগ (রিয়াদ) ০১১-৪১৯৫৩০০/০১১-৪৫৫৭১৫৮, Ext- ৪০,৪০৭,৪০৮,৪০৯,৪১০(সকাল ৮টা পর্যন্ত) মোবাইল: ০৫৫৩১১৬৭০৪/০৫৫৬৪ ৭৬৫২২/০৫৫৯৩৪৬৩৮৫/০৫৩১০৭৬২২৪৩, দাম্মাম: ০৫৬৮৩৯১৪১৪/৫৩৭১২৭১৫৫