ফ্রি ভিসার বিপদ—
১. অবৈধভাবে কাজে নিয়োজিত হয়ে ভোগান্তি শুরু
২. নিয়োগকারীর ইচ্ছেমতো কাজ করা
৩. নিয়োগকারীকে কমিশন দিয়ে মানবেতর জীবন যাপন
৪. কাজ থাকে না বিধায় অসহায় জীবন যাপন
৫. ভিসার মেয়াদ শেষ হলে অবৈধ হয়ে পড়া
৬. জেল বা হাজত বাসের সম্ভাবনা
৭. জিসিসিভুক্ত (অ্যারাবিয়ান দেশসমূহ) দেশে যেতে পারবেন না
৮. ফ্রি ভিসায় বিদেশ গেলে কোন কাজের নিশ্চয়তা নেই।
সরকারি সুবিধা পেতে—
১. বৈধভাবে স্মার্ট কার্ড নিয়ে বিদেশ যেতে হবে
২. বৈধভাবে বসবাসরত অনাবাসীদের ডাটাবেজে নাম অন্তর্ভুক্ত করতে হবে
৩. অনিবন্ধিত বাংলাদেশিদেরও ডাটাবেজে নাম অন্তর্ভুক্ত করতে হবে
৪. অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করতে হবে
৫. দূতাবাসে নির্ধারিত ফি ও কাগজপত্র জমা দিতে হবে