Search
Close this search box.
Search
Close this search box.

সরকারের পক্ষে সংবাদ প্রচারের প্রতিবাদে কাজ বন্ধ করেছে কেবিএস সাংবাদিকরা

সিউল, ২০ মে ২০১৪:

কোরিয়ার অন্যতম প্রধান টিভি চ্যানেল কেবিএসের বিরুদ্ধে সরকারের পক্ষে সংবাদ প্রচারের প্রতিবাদে কাজ বন্ধ করে দিয়েছে সংবাদ কর্মীরা। কেবিএস প্রেসিডেন্ট হোয়ান ইয়ং গিল পদত্যাগ না করা পর্যন্ত কাজ বয়কট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। সাংবাদিকদের অভিযোগ কেবিএস কর্তৃপক্ষ তাদের সংবাদগুলো ছোট করে প্রচার করছে এবং অনেক সময় প্রচারই বন্ধ রাখছে। সরকারের বিরুদ্ধে যায় এই রকম সংবাদের ক্ষেত্রেই এমনটা ঘটছে বলে অভিযোগ কেবিএস রিপোর্টার্স এসোসিয়েশনের।

chardike-ad

references_kbsসরকারী অর্থে পরিচালিত কেবিএস টিভি থেকে গত সপ্তাহে কাজে অব্যাহত রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে পদত্যাগ করেন চ্যানেলটির চীফ নিউজ এডিটর। তিনি অভিযোগ করেন প্রেসিডেন্ট অফিস থেকে বিভিন্নভাবে সরকারের বিপক্ষে সংবাদ প্রচার বন্ধ রাখার জন্য অনেকদিন ধরে চাপ প্রয়োগ করে আসছে। কেবিএস টিভির প্রেসিডেন্ট গিলও তাকে বেশ কিছু নির্দিষ্ট সংবাদ বাদ দিতে নির্দেশ দেন বলে অভিযোগ করেন তিনি।

এদিকে কেবিএস চ্যানেলের প্রেসিডেন্ট হোয়ান ইয়ং গিল এক সংবাদ সম্মেলনে সরকারী হস্তক্ষেপের কথা অস্বীকার করেন।