বুধবার । জুন ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২০ মে ২০১৪, ১০:১৪ অপরাহ্ন
শেয়ার

অবশেষে ইপিএস প্রাথমিক রেজিস্ট্রেশনের লটারীর ফলাফল প্রকাশ


সিউল, ২০ মে ২০১৪:

অবশেষে লটারী হয়েছে ইপিএস প্রাথমিক রেজিস্ট্রেশনের প্রার্থীদের। চূড়ান্ত রেজিস্ট্রেশনের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা বোয়েসেলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। লটারী নিয়ে দিনভর প্রার্থীদের অপেক্ষার পর রাত আটটার দিকে এই ফলাফল প্রকাশ করা হল।

ইপিএস পদ্ধতিতে কোরিয়া যেতে ইচ্ছুক ৪৫ হাজার ১৩১জন প্রার্থী গত ১৪ মে অনলাইনে রেজিস্ট্রেশন করে। 10155609_773595719326133_1673066589941490101_n