Search
Close this search box.
Search
Close this search box.

অবৈধ প্রবাসীদের দেশে ফেরার সুযোগ দিল সৌদি আরব

saudi-salmanসৌদি আরবে অবৈধ প্রবাসীদের দেশে ফেরার সুযোগ দিয়েছে দেশটির সরকার।  বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।  তবে কখন, কীভাবে বা ঠিক কত দিনের মধ্যে দেশে ফিরতে হবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়।  দেশটির মানব সম্পদ ও সামাজিক মন্ত্রণালয় এক টুইট বার্তায় বিজ্ঞপ্তি আকারে এ তথ্য প্রকাশ করেছেন। দেশটির বহুল প্রচারিত ইংরেজি দৈনিক সৌদি গেজেট ১ এপ্রিল এ সম্পর্কিত একটি সংবাদ প্রকাশ করে।

জানা যায়, সৌদি আরবে নিয়োগ দাতার (কফিল) সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরও সে দেশে যেসব প্রবাসী অবৈধভাবে অবস্থান করছে তাদের বৈধপন্থায় দেশে ফেরার সুযোগ দিয়েছে সরকার। প্রবাসীদের মানবিক দিক বিবেচনায় দেশটির সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলা জানা যায়।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বিস্তার রোধে সৌদি সরকার যে সব সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে তার মধ্যে এটি অন্যতম। পরিস্থিতি বিবেচনায় অবৈধ প্রবাসীদের দেশে ফেরার আগ্রহ প্রকাশের প্রতিক্রিয়ায় মন্ত্রণালয় এ সুযোগ দিয়েছে। তবে কখন, কীভাবে প্রবাসীরা এ সুযোগ গ্রহণ করবেন তা বিস্তারিত জানায়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

Facebook
Twitter
LinkedIn
Email