প্রতিবেদনে বলা হয়েছে, এর আগের দুইদিন করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯০০ জনের ওপরে ছিল।তবে আগের সপ্তাহগুলো থেকে এখন মৃত্যুর সংখ্যা কমেছে।দেরিতে মৃত্যু নিবন্ধনের কারণে পরিসংখ্যানে এ সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্য সরকারের শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক উপদেষ্টারা বলছেন, ইউরোপের যেসব দেশে কোভিড-১৯ মারত্মক ও খারাপভাবে ছড়িয়েছে তার মধ্যে যুক্তরাজ্যের নাম যুক্ত হতে পারে।
এতে বলা হয়েছে, হাসপাতালের বাইরে বাসায় বা বৃদ্ধাশ্রমে যারা মারা গেছেন তাদের সংখ্যা এতে অন্তর্ভূক্ত করা হয়নি।