চেনা যায়! আপাদমস্তক সামরিক পোশাকে ঢাকা মানুষটি সন হিউন মিন। ২৭ বছর বয়সী এই টটেনহাম ফরোয়ার্ড এখন নিজ দেশ দক্ষিণ কোরিয়ায় সেনাবাহিনীর বুট ক্যাম্পে আছেন। এই ছবিটি জেজু আইল্যান্ডে মেরিন সৈন্যদের ফায়ারিং রেঞ্জে রাইফেল অনুশীলন থেকে ক্যাম্পে ফেরার সময় তোলা। গত মাসে শুরু হওয়া বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণটিতে মোট তিন সপ্তাহ থাকবেন তিনি।
দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী প্রশিক্ষণ ২১ মাসের হলেও ২০১৮ সালের এশিয়ান গেমসে দেশের স্বর্ণজয়ে অবদান রাখায় বাকি সময় মওকুফ করা হয়েছে। আগামী সপ্তাহে অনুশীলন শেষ হলে লন্ডনে রওনা দেবেন তিনি। মাঠে নামার আগে অবশ্য দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাকে। যেটি তাকে লন্ডন থেকে কোরিয়ায় আসার পরপর এবং ফেব্রুয়ারিতে কোরিয়া থেকে লন্ডনে যাওয়ার পরপরও কাটাতে হয়েছিল।