Search
Close this search box.
Search
Close this search box.

আগামীকাল ১৩ই মে থেকে, প্রত্যেককে অফিস আওয়ারের সময় সিউলের সাবওয়েতে ফেস মাস্ক ব্যাবহার করতে হবে।

সিউল সিটি সোমবার জানিয়েছে, ট্রেনগুলিতে ভিড় করা অবস্থায় যারা মাস্ক ব্যাবহার করবে না তাদেরকে ট্রেনে উঠতে দেওয়া হবে না অফিস আওয়ারে।

যাদেরকে প্রত্যাখ্যান করা হবে তারা ভেন্ডিং মেশিনে বা স্টেশনগুলিতে অবস্থিত দোকান থেকে মাস্ক কিনে তারপর ট্রেনে উঠতে পারবেন।

এই নতুন নিয়মটি  সাধারণত কার্যকর হবে অফিস আওয়ারে যেটা সকাল ৭টা থেকে ৯টা এবং বিকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত। সবাইকে মাস্ক ব্যাবহার করার অনুরোধ জানিয়েছেন সিউল সিটি অথরিটি।