Search
Close this search box.
Search
Close this search box.

kamalদক্ষিণ কোরিয়াতে এক মর্মান্তিক দুর্ঘটনায় কামাল হোসেন (৩৮) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গত সোমবার বিকাল ৪টায় কর্মস্থলে ভারী মালের নিচে চাপা পড়ে মারা যান কামাল। দক্ষিণ কোরিয়ার খিংগিদো প্রদেশের ইচ্ছন সিটিতে এক ফ্যাক্টরিতে কাজ করতেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, কামাল হোসেনের বাড়ি ফরিদপুর জেলায়। তিনি দুই সন্তানের জনক। ওই পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে পরিবারটি দিশাহারা। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ কোরিয়ার স্থানীয় হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে অবহিত আছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

chardike-ad

মোহাম্মদ হানিফ, দক্ষিণ কোরিয়া