সিউল, ২৬ মে ২০১৪:
খিয়ংগিদো খোইয়াং বাস টার্মিনালে আগুন লেগে অন্তত ৭জন নিহত এবং ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কোরিয়ার প্রধান বার্তা সংস্থা ইয়নহাপ জানিয়েছে আজ সকাল ৯টা ১০ মিনিটে বাস টার্মিনালের নিচতলায় আগুন লাগে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।
বাস টার্মিনালের ভূগর্ভস্থ একটি নির্মাণ এলাকায় ওয়েল্ডিং কাজের সময় অগ্নি স্ফুলিঙ্গের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আগুন লাগার ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বাস টার্মিনাল ভবনটিতে শপিং মল ছাড়াও একটি সিনেমা হল ছিল। এছাড়া প্রতিদিন টার্মিনালটিতে প্রায় ২৫০টি বাস অবস্থান করে।