Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি যুবক সিয়ামের মৃত্যু

BSAK PPT

দক্ষিণ কোরিয়ায় প্রবাসি সিয়াম (২৩) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ার হোয়াসাংসি ফারান এলাকায় সিয়াম ইপিএস ভিসায় কাজ করতেন। গতকাল শুক্রবার রাত ১০টায় মৃত্যুবরণ করেন তিনি। সিয়াম খুলনা জেলার মৃত ইউসুফ আজাদের ছেলে।

সিয়ামের মামা আনোয়ার হোসেন জানান, “শুক্রবার সকালে আমার ভাগিনা ফোন দিয়ে শ্বাসকষ্টজনিত সমস্যার কথা আমাকে জানায়। আমি করোনা পরীক্ষার জন্য  তাকে হাসপাতালে যেতে বলি, সে হাসপাতালে যায় এবং করোনা পরীক্ষা করে”।

এরপর সে বাসায় চলে আসে। আবার সন্ধ্যায় তার শ্বাসকষ্ট হলে তার কোম্পানির সহকর্মী অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে যাওয়ার পথে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করে।পরবর্তীতে জানা যায় তার করোনা নেগেটিভ আসে।

সিয়ামের কোম্পানির সহকর্মী আশরাফুল ইসলাম তার মৃত্যুর কথা নিশ্চিত  করেন।

chardike-ad

ফারানের ব্যবসায়ী আলমগীর সোলায়মান জানান, সিয়ামের গ্রামের বাড়ি খুলনা। সে খুব বিনয়ী ছেলে। সে অনেক দিন যাবৎ শ্বাসকষ্টে ভুগছে। গতকাল রাত ১০টায় হাসপাতালে যাওয়ার পথে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।