Search
Close this search box.
Search
Close this search box.

malaysia-passportকরোনা মহামারিতেও গত বছরের চেয়ে আরও এক ধাপ এগিয়েছে মালয়েশিয়ার পাসপোর্ট। দেশটির পাসপোর্ট এখন বিশ্বের ১৩তম শক্তিশালী পাসপোর্টের স্থান পেয়েছে। এতে করে হেনলি পাসপোর্ট সূচকের নতুন সংস্করণ অনুযায়ী, মালয়েশিয়ার পাসপোর্টধারীরা বিশ্বের ১৭৭টি দেশে ভিসামুক্ত বা অন অ্যারাইভাল ভ্রমণের সুবিধা পাবেন।

এশিয়া অঞ্চলের মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে অবস্থান ধরে রেখেছে মালয়েশিয়া। এদিকে এশিয়ার মধ্যে র‌্যাংকিংয়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে জাপান, সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়া।

chardike-ad

হেনলি পাসপোর্ট সূচক হলো পূর্বের ভিসা ছাড়াই যে সব গন্তব্যধারীরা অ্যাক্সেস করতে পারতেন সে অনুসারে বিশ্বের সমস্ত পাসপোর্টের মূল র‌্যাংকিং তৈরি করে। র‌্যাংকিংটি আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) এর তথ্য অনুসারে করা হয়।