Search
Close this search box.
Search
Close this search box.

Li-Zhang-kunএকজন সহজাত এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের পথে আরো অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ দক্ষিণ কোরিয়া। বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কুন গতকাল শনিবার এ কথা জানান। আজ রবিবার কোরিয়ার জাতীয় দিবস উপলক্ষে এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রদূতের ওই বক্তব্য স্থান পেয়েছে।

ঢাকায় কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাস জানায়, দূতাবাস আজ রবিবার কোরিয়ার জাতীয় দিবস ভার্চুয়ালি উদযাপন করবে। করোনা মহামারির কারণে এ বছরও ভার্চুয়ালি দিবসটি উদযাপন করা হবে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রদূত লি জাং-কুন সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ পাঠিয়ে শুভদিনে যোগদানের জন্য বিশিষ্ট ব্যক্তি ও বন্ধুদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত লি বলেন, ‘কোরিয়া ও বাংলাদেশ ২০২৩ সালে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করবে এবং আশা করি এটি একটি মাইলফলক বছর হবে, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি নতুন উচ্চতায় উন্নীত করবে।’

কোরীয় দূতাবাস প্রতিবছর জাতীয় প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান আয়োজন করে। দিবসটি উদযাপন উপলক্ষে এবারও একটি বিশেষ ওয়েবসাইট তৈরি করা হয়েছে। সেখানে বাংলাদেশ সরকার, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং বাংলাদেশের কূটনৈতিক সম্প্রদায়ের পাশাপাশি কোরিয়ার গণ্যমান্য ব্যক্তি ও বন্ধুদের অভিনন্দন বার্তা আছে।

ওই ওয়েবসাইটে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, সংসদ সদস্য মো. সাবের হোসেন চৌধুরী, ঢাকায় কূটনৈতিক কোরের ডিন আর্চবিশপ জর্জ কোচেরি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম প্রমুখ এবং বাংলাদেশে কোরীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের বক্তব্য রয়েছে। এ ছাড়া সরকারি শিশু পরিবারের ছাত্র, ইপিএস কর্মী, কে-পপ ভক্ত এবং বাংলাদেশে কোরীয় সম্প্রদায়ের সদস্যরা ভিডিও উদযাপনে অংশ নেন।

chardike-ad