Search
Close this search box.
Search
Close this search box.

আগামী অর্থবছর থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে : অর্থমন্ত্রী

সিউল, ৬ জুন ২০১৪:

আগামী অর্থবছর থেকে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

chardike-ad

download (6)এছাড়াও বাংলাদেশ ব্যাংক এবং সরকারী মালিকানাধীন ব্যাংকগুলোর জন্যও স্বতন্ত্র বেতন-ভাতা প্রবর্তনের বিষয়টি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে ।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ সংসদে বাজেট বত্তৃতায় এ কথা বলেন ।

তিনি বলেন, দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে যথোপযুক্ত জীবনমান নিশ্চিত করার জন্য প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারিদের যথাযথ বেতন-ভাতা প্রদানের জন্য বেতন ও চাকুরী কমিশন-২০১৩ গঠন করা হয়েছে।

অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে কমিশন সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে।

অর্থমন্ত্রী বলেন, নতুন স্কেলে বেতন-ভাতা নির্ধরিত হওয়ার পর সব বেতন ভাতার উপর আয়কর আরোপের ব্যবস্থা গ্রহন করা হবে।