Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ায় চাকরির লক্ষ্যে ভাষা নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

bangladeshi worker in korea
দক্ষিণ কোরিয়ায় কাজ করতে আসা বাংলাদেশের কর্মীরা। সূত্র: দৈনিক প্রথম আলো

দক্ষিণ কোরিয়ায় সম্প্রতি চাকরির লক্ষ্যে কোরিয়ান ভাষা নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড-বোয়েসেল। গত ১৫ ফেব্রুয়ারি বোয়েসেল তাঁদের নিজস্ব ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরিয়া প্রজাতন্ত্রের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত এক সমঝোতা চুক্তির ভিত্তিতে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম-ইপিএস কর্মসূচির আওতায় কোরিয়ান ভাষা নিবন্ধন(ইউবিটি) পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত নিবন্ধন সাইট: eps.boesl.gov.bd নিম্নলিখিত যোগ্যতার ভিত্তিতে অনলাইন নিবন্ধন সম্পন্ন করা যাবে:

নিবন্ধনের জন্য:

এইচআরডি কোরিয়ার চাহিদা মোতাবেক মোট ৪৩,০৫২(তেতাল্লিশ হাজার বায়ান্ন) জন প্রার্থী নিম্নলিখিত দুটি ধাপে কোরিয়ান ভাষা নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে পারবেন:

১. কোরিয়ান ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে(আগে আসলে আগে পাবেন ভিত্তিতে) ৩০,৬৫২ জন (উৎপাদন শিল্প-১৭৪৬০, মৎস্য-৭৭৬০, কনস্ট্রাকশন-৪২৬৮ এবং জাহাজ নির্মাণ-১১৬৪)

এবং

chardike-ad

২. লটারি পদ্ধতিতে ১২,৪০০ জন (উৎপাদন শিল্প)।

শর্ত:

১. প্রার্থীরা যেকোনো একটি ধাপে আবেদন করতে পারবেন।

২. কোনো প্রার্থী দুই ধাপে আবেদন করলে তাঁর নিবন্ধন বাতিল হয়ে যাবে।

অংশগ্রহণের যোগ্যতা:

১. কোরিয়ান ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে।

২. শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও সমমান।

৩. বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর (জন্ম তারিখ ১৯৮৪ সালের ২০০৪ সালের ২০ ফেব্রুয়ারি থেকে ২০০৬ সালের ১৯ ফেব্রুয়ারির মধ্যে হতে হবে);

৪. পাসপোর্টের মেয়াদ ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;

৫. পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;

৬. 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে।

৭. উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ, মৎস্য এবং কনস্ট্রাকশন কাজে প্রশিক্ষণ সহ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৮. কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতা সমস্যামুক্ত থাকতে হবে।

৯. পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে মার্জিত ভাব থাকতে হবে।

১০. মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

১১. ফৌজদারি অপরাধে দণ্ডিত বা অন্য কোনো শাস্তিপ্রাপ্ত ব্যক্তিরা অযোগ্য বলে বিবেচিত হবেন।

১২. দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

১৩. দেশত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং

১৪. ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারী ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

মূলত ২০০৭ সালে বাংলাদেশ সরকার এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমঝোতা চুক্তির আওতায় ২০০৮ সাল থেকে দেশটিতে কর্মী পাঠানোর কাজ চলছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ও দক্ষিণ কোরিয়া সরকারের হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সার্ভিস অব কোরিয়া (এইচআরডি কোরিয়া) যৌথভাবে কর্মী পাঠানোর কার্যক্রম বাস্তবায়ন করছে।

আরও বিস্তারিত তথ্য জানতে সরাসরি যোগাযোগ করতে পারেন বোয়েসেলের ইপিএস শাখায়। ঠিকানা: বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, প্রবাসীকল্যাণ ভবন (৪র্থ তলা) রমনা, ঢাকা-১০০০। ফোন: ৪৮৩১৯১২৫, ৪৮৩১৭৫১৫, ৫৮৩১১৮৩৮। ওয়েবসাইট: www.boesl.gov.bd