ডেস্ক রিপোর্টঃ দুর্নীতির দায়ে ২০১১ সালে ৫৩৫৮ সরকারী কর্মকর্তাকে শাস্তি প্রদান করেছে কোরিয়ান সরকার। গতকাল রবিবার কোরিয়ার জনপ্রশাসন এবং নিরাপত্তা মন্ত্রণালয় এই তথ্য জানায়। ২০১০ সালে শাশ্তিপ্রাপ্ত সরকারী কর্মকর্তার সংখ্যা ছিল ৫৮১৮ জন এবং ২০০৯ সালে এই সংখ্যা ছিল ৫৭৬০ জন। কোরিয়াতে গত তিন বছরে ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত সর্বমোট ১৬৯৩৬ জনকে শাস্তি প্রদান করা হয়েছে বলে জানিয়েছে কোরিয়ান সরকার। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ১০৭৭৪ জনের শাস্তি হয়েছিল। জনপ্রশাসন এবং নিরাপত্তা মন্ত্রণালয় বলেছে দুর্নীতির ব্যাপারে সরকারের কঠোর নীতির কারনে শাস্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য তহবিল আত্মসাত এবং ঘুষের পাশাপাশি সব ধরনের দুর্নীতি রোধে কোরিয়ান সরকার ২০০৯ সালে নতুন নীতিমালা করে।
