Search
Close this search box.
Search
Close this search box.

ধর্মপ্রচারকের মুক্তিতে উত্তর কোরিয়ার অস্বীকৃতি

সিউল, ১৪ জুন ২০১৪:

দক্ষিণ কোরিয়ার একজন খ্রিস্টান ধর্মপ্রচারককে মুক্তি দেয়ার যে আহবান সিউল জানিয়েছে তা প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। গুপ্তচরবৃত্তি ও গোপন গির্জা পরিচালনার অভিযোগে উত্তর কোরিয়ার একটি আদালত দক্ষিণ কোরিয়ার ওই নাগরিককে সশ্রম কারাদন্ড দিয়েছেন। ২০১৩ সালের অক্টোবরে কিম জিয়োং-উক নামের ওই ধর্মপ্রচারককে আটক করা হয়।

chardike-ad

North-South-Korea-Shutterstock-Giordano-Aitaদক্ষিণ কোরিয়া মঙ্গলবার তার মুক্তির ব্যাপারে সীমান্তবর্তী পানমুনজম গ্রামে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল। তার দুই দিন পর উত্তর কোরিয়া জানিয়েছে, দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে কিমের ভাগ্য নির্ধারণ করা সম্ভব নয়। কারণ, তিনি উত্তর কোরিয়ার আইন লঙ্ঘন করেছেন এবং আদালত ওই আইনের ভিত্তিতে তাকে শাস্তি দিয়েছেন। উত্তর কোরিয়া মনে করে, শত্রুভাবাপন্ন দেশগুলো থেকে ধর্ম প্রচারের নামে লোকজন এসে দেশটির জনগণকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলে।