সিউল, ৩০ জুন ২০১৪:

উত্তর কোরিয়া রোববার দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

chardike-ad

PYH2014063001360031500_P2উত্তর কোরিয়া সম্প্রতি তার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ সোমবার এ খবর নিশ্চিত করে। তবে কি ধরণের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে বার্তা সংস্থাটি তা উল্লেখ করেনি।

দেশটির নেতা কিম জং উন ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ কাজ পর্যবেক্ষণ করেন।

চীনা প্রেসিডেন্ট জি জিনপিংয়ের দক্ষিণ কোরিয়া সফরের প্রাক্কালে উত্তরকোরিয়া রোববার দুটি ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্রের উৎক্ষেপণ ঘটায়। চীনা প্রেসিডেন্ট ৩ ও ৪ জুলাই দক্ষিণ কোরিয়া সফর করবেন।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে জাপান সাগরে স্থানীয় সময় ভোর পাঁচটায় দু’টি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ ঘটিয়েছে। তিনি ক্ষেপণাস্ত্রের ধরণ সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকার করেন।

তবে একজন সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইয়নহাপ জানায়, দু’টিই স্কাড ক্ষেপণাস্ত্র। এরা ৫শ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম।

উল্লেখ্য, এর মাত্র তিন দিন আগে দেশটি একই ধরণের ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ঘটায়।