যমুনা ফিউচার পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। যমুনা ফিউচার পার্ক থেকে বিগত পরশু তিন দোকান থেকে প্রায় আড়াই কোটি টাকার মোবাইল চুরি হয়েছে।তো এজন্য ব্যবসায়ীরা আন্দোলন করছে তার জন্য যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ মার্কেট বন্ধ ঘোষণা করা হচ্ছে। ব্যবসায়ীরা চায় সমাধান,আর যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ সমাধান দিতে রাজি নয়।
এর আগে গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।
পুলিশের গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার এইচ এম শফিকুর রহমান বেলা আড়াইটার দিকে বলেন, আমরা যতদূর শুনেছি গতরাতে যমুনা ফিউচার পার্কের মোবাইলের দোকানে চুরি হয়। শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় এ ঘটনাকে কেন্দ্র করে দোকানদাররা একদফা রাস্তা আটকে বিক্ষোভ করেন। কিছুক্ষণ পর তারা রাস্তা ছেড়ে দেন। জুমার নামাজের পর আবার তারা রাস্তায় নামেন।
ফেইসবুকে বিভিন্ন গ্রুপে অনেক ভিডিও পোস্ট করেছেন আন্দোলনকারীরা। সেখানে দেখা যায়, একটি কাঁচের দরজা ভাঙচুর করা হয়েছে। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যদেরও দেখা গেছে বিভিন্ন ভিডিওতে।
ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম বেলা আড়াইটার দিকে বলেন, আমরা এখানেই আছি। দুইপক্ষের সঙ্গে কথা বলছি। একটু পরে আপনাদের আপডেট জানাতে পারব।
আর এরপরেই সেখানে উপস্থিত আন্দোলনকারী ফেসবুক পোস্টে নিশ্চিত করেন যমুনা ফিউচার পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।