বুমরাহর ফাইফারের দিনে হেড-স্মিথের সেঞ্চুরি

 

chardike-ad

 

ব্রিসবেন টেস্টে দাপট দেখাচ্ছে অস্ট্রেলিয়ার ব্যাটাররা। বল হাতে ভারতের জাসপ্রিত বুমরাহ ছড়ি ঘুরালেও সুবিধা করতে পারছেন না বাকিরা। আর তাতে দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার পুঁজি ৭ উইকেটে ৪০৫ রান।

বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে ২৮ রানের পর দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ৭ উইকেট খরচায় ৪০৫ রান তুলে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের মধ্যে ট্র্যাভিস হেড ১৬০ বলে করেন ১৫২ রান।

লম্বা সময় পর টেস্টে সেঞ্চুরি তুলে নেন স্টিভেন স্মিথ। ১০১ রান আসে তার ব্যাট থেকে। এই দুই ব্যাটারের জোড়া সেঞ্চুরিতেই বড় সংগ্রহের ভিত গড়ে অস্ট্রেলিয়া।

তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্ক। এই দুই ব্যাটার দ্বিতীয় দিনে অপরাজিত ছিলেন ৪৫ ও ৭ রানে। ভারতীয় বোলারদের মধ্যে একাই ৫ উইকেট শিকার করেছেন জাসপ্রিত বুমরাহ। টেস্ট ক্রিকেটে যা বুমরাহর ১২তম ৫ উইকেট শিকার। বাকি একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ ও নীতিশ কুমার।

উল্লেখ্য, বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট চলছে এটি। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে।